লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলার মোল্লা মো.আব্দুল কাদের একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৫ই এপ্রিল।
বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, প্রধান মেহমান হয়ে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব শাহ্জাহান ,বিশেষ অতিথি ছিলেন হাইটেক কনসেপ্ট লিঃ চেয়ারম্যান শিল্পপতি মোঃমাসুদ আলম সহ শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্য মাসুদ আলম বলেন ,
সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানব কল্যাণে কাজ করে সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের দিকনির্দেশনা তুলে ধরেন। গত বছরও অত্র বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীবৃন্দ শতভাগ পাস করার সফলতা অর্জন করায় এবারো ভালো ফলাফলের প্রত্যাশায় সবাইকে শুভকামনা জানিয়েছেন।
প্রধান মেহমান আলহাজ্জ মোঃ শাহজাহান বলেন ,এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ভালো ফলাফল করলে স্কুলটিও গর্বের অংশীদার হবে।