প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৩, ১:২১ পি.এম
রায়পুরে কাজী মডেল ফার্মেসীতে গভীররাতে সন্ত্রাসী হামলার অভিযোগ।
লক্ষ্মীপুরের রায়পুরে( ২৪ অক্টোবর)গভীর রাতে কাজী মডেল ফার্মেসীতে ,ফার্মেসীর ম্যানেজার শামিম হোসেন গনমাধ্যম কর্মীদের বলেন, দিবা রাত্রি সার্ভিসের সময় সন্ত্রাসী হামলা ও অকথ্য ভাষায় হুমকী- হুমকী রায়পুর পৌর ৮নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলার রিয়াজ হোসেন মুন্সীর ছোট ভাই লাভলু মুন্সী উদ্দেশ্য প্রনোদিত ভাবে দুই একজন সংগীয় বাহিনী নিয়ে মাতাল ও উত্তেজিত হয়ে কাজী মডেল ফার্মেসীর স্বত্তাধিকারী কাজী জামসেদ কবীর বাক্কী বিল্লাহ নাম নিয়ে হুমকী ও অশ্লীল ভাষা প্রয়োগ করেন।
এসময় উপস্থিত ছিলেন কাজী মডেল ফার্মেসীর ম্যানেজার শামীম হোসেন ও স্টাফ তারেক কে মারার জন্য তেড়ে আসেন এবং দোকানের ব্যবহৃত মোটর সাইকেল উত্তেজিত অবস্থায় নিয়ে যাওয়ার হুমকী দেন, মোটর সাইকেল কেড়ে নেওয়ার জন্য তেড়ে আসেন।
এ ঘটনায় রায়পুর থানার অফিসার ইনচার্জ( ওসি) শিপন বড়ুয়া কে অবহিত করলে তিনি উপ-পরিদর্শক এস আই এনামুল হক সংগীয় ফোর্স সহ এসে নাইট গার্ড সহ উপস্থিতিদের থেকে বিবরন শুনে ঘটনার সত্যতা যাচাই করেন। এ ঘটনায় কাজী মডেল ফার্মেসীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রাহন করা হবে। বলে জানিয়েছেন ম্যানেজার শামিম হোসেন।
অভিযুক্ত লাভলু জানান, সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেখানে হামলা বা ভাংচুর এমন কোন কিছু ঘটেনি। আমি রাতে বাসায় যাওয়ার সময় এই ফার্মেসি থেকে বেড সাউন্ড করা হয়।তার প্রতিবাদ করেছি। এর চেয়ে বেশী কিছু হলে পুলিশ আটক করে নিলো না কেন দাবী তার।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829