ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রায়পুরে আটরশির পবিত্র মিশন ও উরসের দাওয়াতনামা বিতরণ

   লক্ষ্মীপুরের রায়পুরে বিশ্ব জাকের মঞ্জিলের বাৎসরিক উরস শরীফ উপলক্ষ্যে পবিত্র মিশন ও দাওয়াতনামা বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

রবিবার (২৮ই জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রায়পুর অডিটোরিয়ামে ধর্মীয় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

বিশ্ব উরস শরীফ ২০২৪ অংশগ্রহণকৃত ভক্তগন

লক্ষ্মীপুর জেলা কর্মী গ্রুপের আয়োজনে এ সভায় এ অঞ্চলের বিভিন্ন এলাকার হাজার খানেক ভক্ত ও কর্মী যোগদান করেন।

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বাৎসরিক উরস শরীফ অনুষ্ঠিত হবে আগামী ১৭,১৮, ১৯ থেকে ২০ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছর এ এলাকা থেকে সহস্রাধিক ভক্ত নজরানাসহ উরসে যোগদান করেন।

মিশন প্রধান নাসিমুল গনি নয়ন ,কেন্দ্রীয় সমন্বয় পরিষদ,সহ মিশন প্রধান আইনুল হক মুন্না,প্রধান আলোচক ছিলেন মুফতী মাওলানা আশরাফ ,বিশেষ অতিথি ছিলেন, মুফতী আহছান উলা নেছ নেছারী- মসজিদ খতিব রায়পুর বড় মসজিদ সহ আগত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ও কর্মী প্রধান চট্রগ্রাম বিভাগ। সার্বিক তত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন ঢালী,রায়পুর সভাপতি প্রেস ক্লাব ।

কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, প্রতি বছরের চাইতে এবার আমরা দিগুন নজরানাসহ অধিক সংখ্যক ভক্তদের নিয়ে উরসে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য পবিত্র মিশন ও দাওয়াতপত্র বিতরণ করা হয়েছে। ভক্তরা নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষকে দাওয়াত পৌঁছে দিবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

রায়পুরে আটরশির পবিত্র মিশন ও উরসের দাওয়াতনামা বিতরণ

আপডেট : ০২:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

   লক্ষ্মীপুরের রায়পুরে বিশ্ব জাকের মঞ্জিলের বাৎসরিক উরস শরীফ উপলক্ষ্যে পবিত্র মিশন ও দাওয়াতনামা বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

রবিবার (২৮ই জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রায়পুর অডিটোরিয়ামে ধর্মীয় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

বিশ্ব উরস শরীফ ২০২৪ অংশগ্রহণকৃত ভক্তগন

লক্ষ্মীপুর জেলা কর্মী গ্রুপের আয়োজনে এ সভায় এ অঞ্চলের বিভিন্ন এলাকার হাজার খানেক ভক্ত ও কর্মী যোগদান করেন।

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বাৎসরিক উরস শরীফ অনুষ্ঠিত হবে আগামী ১৭,১৮, ১৯ থেকে ২০ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছর এ এলাকা থেকে সহস্রাধিক ভক্ত নজরানাসহ উরসে যোগদান করেন।

মিশন প্রধান নাসিমুল গনি নয়ন ,কেন্দ্রীয় সমন্বয় পরিষদ,সহ মিশন প্রধান আইনুল হক মুন্না,প্রধান আলোচক ছিলেন মুফতী মাওলানা আশরাফ ,বিশেষ অতিথি ছিলেন, মুফতী আহছান উলা নেছ নেছারী- মসজিদ খতিব রায়পুর বড় মসজিদ সহ আগত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ও কর্মী প্রধান চট্রগ্রাম বিভাগ। সার্বিক তত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন ঢালী,রায়পুর সভাপতি প্রেস ক্লাব ।

কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, প্রতি বছরের চাইতে এবার আমরা দিগুন নজরানাসহ অধিক সংখ্যক ভক্তদের নিয়ে উরসে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য পবিত্র মিশন ও দাওয়াতপত্র বিতরণ করা হয়েছে। ভক্তরা নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষকে দাওয়াত পৌঁছে দিবেন।