মাহমুদুর রহমান মনজু, স্টাফ রিপোর্টার :
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এমন স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ওই উপজেলার কৃষকলীগের দুই নেতার মৃত্যুতে দুই মিনিট নীরবতা পালন করেন অতিথিরা। এসময় জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রামগতি উপজেলা কৃষকলীগের সভাপতি মো: আকবর হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের আহ্বায়ক সিএম আবদুল্লাহ।
বর্ধিত সভায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষকলীগের সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া।
রামগতি উপজেলা কৃষকলীগের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, জেলা কৃষকলীগের যুগ্ন-আহ্বায়ক রাশেদুল ইসলাম নিজাম, খন্দকার শহিদুল ইসলাম রিয়াজ, রামগতি পৌর মেয়র এম. মেজবাহ উদ্দিন, রামগতি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, সহ-সভাপতি আবুল কাশেম নিজাম ও যুগ্ন-সাধারণ সম্পাদক আবু নাছের।
প্রধান অতিথি সিএম আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরো সুসংগঠিত ও সাংগঠনিক কার্যক্রম বাড়াতে তাগিদ দেন। কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে ও সহযোগিতার হাত বাড়াতে প্রতিটি ওয়ার্ডে কৃষকলীগের যুগোপযোগী কমিটি দ্রুত গঠনের আহ্বান জানান তিনি। এসময় দলীয় যেকোন কাজে তিনি নেতাকর্মীদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
এসময় জেলা কৃষকলীগের আহ্বায়ক সিএম আবদুল্লা ও সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়ার স্বল্প সময়ে সাংগঠনিক কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন বক্তারা।