মোঃওয়াহিদুর রহমান মুরাদ:
৬ সেপ্টেম্বর বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর স্বপ্ন “আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্যাহ ইউনিয়ন সহ অন্যান্য চর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা সহজতর করার জন্য উপজেলা প্রশাসন, রামগতি, লক্ষ্মীপুরের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন বেড়িবাঁধে “স্বপ্নযাত্রা ওয়াটার এ্যাম্বুলেন্স” এর হস্তান্তর ও শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরাফ উদ্দিন আজাদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামগতি, আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি), রামগতি,জাকির হোসেন, জি.এম, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ইনচার্জ, বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি, ইন্সপেক্টর (তদন্ত), রামগতি থানা, আবদুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক, রামগতি উপজেলা আওয়ামীলীগ, রাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফাতেমা ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামগতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।
এস.এম শান্তুনু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, রামগতি, লক্ষ্মীপুরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, নার্স, ভিজিটর, স্বাস্থ্য সহকারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত এ্যাম্বুলেন্স বিচ্ছিন্ন চর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা রাখবে এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানে কাজ করবে বলে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.
আনোয়ার হোছাইন আকন্দ প্রত্যাশা ব্যক্ত করেন।