আবদুর রহমান,রামগঞ্জ :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে জুয়া খেলা, মাদক সেবন সহ নানামুখী সমস্যা চলে আসছে।
স্থানীয়রা বলছেন, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে এলাকার সাধারণ শিক্ষার্থীরা ক্রিকেট বল খেলছিলেন। একই সাথে স্কুল প্রাঙ্গনে এলাকার খোরশেদ আলম (সেত্তা খোরশেদ), হারুনুর রশিদ, রাশেদ আলম, নুরুল আলম বসে জুয়া খেলছেন। পরক্ষণে তাদের গায়ে বল পড়লে তারা ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। ব্যাট ভেঙ্গে ফেলা সহ তাদের উপর আক্রমণ করেন তারা। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন আহত হন। খোরশেদ আলম ও হারুনুর রশিদ ক্ষিপ্ত হয়ে বলেন, স্কুল প্রাঙ্গণেই জুয়া খেলা হবে, এখানে কোনো প্রকার খেলাধুলা চলবে না।
স্কুল প্রাঙ্গণে জুয়া খেলা মাদক সেবন সহ এলাকার মধ্যে মাদকের আস্তানা বন্ধের দাবিতে সোমবার, (৩১ অক্টোবর) সকাল ১১টায় সমেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমেষপুর এলাকাবাসী ও সমেষপুর ছাত্র ফোরাম।
বিক্ষোভ সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রহমত উল্লাহ পাটোয়ারী বলেন, আমরা স্পষ্ট করে বলছি স্কুল প্রাঙ্গণে কোনো প্রকার জুয়া, মাদক চলবে না। বিষয়টি তাদের কর্ণকুহরে না পৌঁছলে অন্যথায় থানায় অবগত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও জুয়া ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার থাকবে।
ছাত্র ফোরামের নেতৃবৃন্দ বলেন, স্কুল প্রাঙ্গণ সহ এলাকায় কোনো প্রকার জুয়া বা মাদক সেবন করলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এসময় এলাকায় শান্তি, শৃংখলা ফিরিয়ে আনতে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন ছাত্র ফোরামের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি হারুনুর রশীদ বাবুল, সমেষপুর ওয়ার্ড মেম্বার আব্দুল কাদের, ছাত্র ফোরামের সহ সভাপতি শোভন গাজী, ছাত্রলীগ নেতা রায়হান গাজী সহ ছাত্র ফোরামের উপদেষ্টা শফিউল আজম, কোষাধ্যক্ষ রাকিব হোসেন, শাওন, রফিক, অপু,অন্তর উপস্থিত ছিলেন।