মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
রামগঞ্জ দুই সহস্রাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিক, রক্ত পরীক্ষা, হেলথ চেক-আপ করা হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী রামগঞ্জ উপজেলার দল্টা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লায়ন্স ক্লাবস অব চিটাগং ফিনিক্স, লায়ন্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্ট যৌথ উদ্যোগে অভিজ্ঞ ২০ জন ডাক্তার মাধ্যমে মানবতা সেবায় ফ্রি- চিকিৎসা দেওয়া হয়।
লায়ন্স ক্লাবের চিটাগং ফিনিক্স সভাপতি লায়ন্স ইঞ্জিনিয়ার অশোক কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের ডিস্টিক গর্ভণর লায়ন শামসুদ্দিন আহম্মেদ সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের চিটাগং ফিনিক্স এ পরিচালক তারেক মাহমুদ লাভলু, লায়ন জাহাঙ্গীর মিয়া, শাখাওতুল ইসলাম, এডভোকেট ইফতেখার সেমুল,মুকবুল ইসলাম, জাহাঙ্গীর আলম জোসেফ, আনিছুর রহমান, উজ্জ্বল বড়ুয়া, শামীম ফরহাদ সহ অনেকে।