ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রামগঞ্জে এলডিপি মহাসচিবের বাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপ।

মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের লক্ষ্মীপুরের বাড়িতে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৪ নভেম্বর) মধ্যরাতে রামগঞ্জ উপজেলার পূর্ব করপাড়া গ্রামে তাঁর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়।

এলডিপি মহাসচিব সেলিম বলেন, ‘শুক্রবার রাতে আমার বাড়িতে হামলা হয়। এ সময় আট থেকে দশটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় বাড়িতে কেউ ছিল না।’ তবে কারা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

সেলিমের নেতৃত্বে এবার এলডিপি বিএনপি জোটের শরিক হিসেবে মাঠে রয়েছে। রামগঞ্জ বিএনপির একাংশ তাঁর অনুসারী। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সম্প্রতি রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত মঙ্গলবার উপজেলার চণ্ডীপুরে নতুন কমিটির নেতাদের ওপর দলের একাংশের নেতাকর্মীরা হামলা চালান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

রামগঞ্জে এলডিপি মহাসচিবের বাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপ।

আপডেট : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের লক্ষ্মীপুরের বাড়িতে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৪ নভেম্বর) মধ্যরাতে রামগঞ্জ উপজেলার পূর্ব করপাড়া গ্রামে তাঁর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়।

এলডিপি মহাসচিব সেলিম বলেন, ‘শুক্রবার রাতে আমার বাড়িতে হামলা হয়। এ সময় আট থেকে দশটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় বাড়িতে কেউ ছিল না।’ তবে কারা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

সেলিমের নেতৃত্বে এবার এলডিপি বিএনপি জোটের শরিক হিসেবে মাঠে রয়েছে। রামগঞ্জ বিএনপির একাংশ তাঁর অনুসারী। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সম্প্রতি রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত মঙ্গলবার উপজেলার চণ্ডীপুরে নতুন কমিটির নেতাদের ওপর দলের একাংশের নেতাকর্মীরা হামলা চালান।