প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২৯ পি.এম
রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে শিক্ষার্থীদের,নতুবা স্বৈরাচারী সরকারের আবির্ভাব ঘটতে পারে- রাজেশ
গণতন্ত্র, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল শাখার উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস (রাজেশ)।
এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আল খালেদ, লক্ষ্মীপুর সদর পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব মোহাম্মদ রিফাত, রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত, সদস্য সচিব মো. সোহাগ হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাধে শ্যাম বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “রাজনৈতিকভাবে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় দেশে পুনরায় স্বৈরাচারী সরকারের আবির্ভাব ঘটতে পারে। ৫ আগস্টের আন্দোলনে ছাত্ররাই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিলেন।” তিনি আরও বলেন, “ছাত্রদলের কোনো সদস্য অপরাধে জড়ালে তা জেলা বা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করতে হবে।”
পরে শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান এবং আগামীর প্রতিশ্রুতিসংবলিত বই বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829