মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
রাজধানীর ধানমন্ডি লেকের পাড় থেকে লক্ষ্মীপুর জেলার মাইটিভি প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েল এর ভগ্নিপতি এক মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রবীন্দ্র সরোবর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধানমন্ডি থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তির নাম শাহাদত হোসেন মজুমদার (৫১)। তার লাশ উদ্ধার করে রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, শাহাদতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। তার লাশের ময়নাতদন্ত হবে।
শাহাদত বিদেশি জাহাজে প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। পরিবার ও পুলিশ বলছে, শাহাদতের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বাবার নাম আবদুল বারী মজুমদার। শাহাদত এক ছেলে ও দুই মেয়ের বাবা। তার স্ত্রীর নাম আজমির সুলতানা।
মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত কয়েক মাস আগে জাহাজ থেকে বাসায় আসেন বলে জানান ভগ্নিপতি শফিউল আজম চৌধুরী জুয়েল। তিনি বলেন, আমার আদরের একমাত্র বোনের স্বামী শাহাদাৎ হোসেন মজুমদার (৫১), ফরেন শিপ এর চীফ ইঞ্জিনিয়ার প্রতিদিনের মত গতকালও সন্ধ্যা ৭টার দিকে হাঁটার জন্য ধানমন্ডি লেকে গিয়েছিল। রাত ১২টায়ও বাসায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেলে আমি ধানমন্ডি থানা এবং কলাবাগান থানায় ফোন দিয়ে বিষয়টি জানাই। অতঃপর রাত ০২ঃ৫৯ মিনিটে ধানমন্ডি থানা থেকে ফোন আসে ধানমন্ডি লেকের রবিন্দ্র সরবরের উপর অন্ধকারে পেটে ও পিঠে অসংখ্য ছুরিকাঘাতে মৃত একটি রক্তাক্ত দেহ পড়ে আছে। তারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে দেখি এটাই আমার অতি আদরের বোন জামাই'র মৃত দেহ শনাক্ত করি।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তবে অন্য কিছু আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে।