ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে আর নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: মোমেন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের আর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মোমেন বলেন, আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয়, আবার তুলেও নেয়। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে আবার তুলেও নিয়েছে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো উল্লেখ করে মোমেন বলেন, এ বছর দুই দেশের মধ্যে ১৬টি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে দুই দেশের এনগেজমেন্ট আছে। আমাদের সম্পর্ক ভালো বলেই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো। আমাদের আতঙ্কের কারণ নেই।

ভ্রমণ সতর্কতার বিষয়ে তিনি বলেন, এটি তাদের দায়িত্ব। যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

যুক্তরাষ্ট্র থেকে আর নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: মোমেন

আপডেট : ০৫:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের আর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মোমেন বলেন, আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয়, আবার তুলেও নেয়। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে আবার তুলেও নিয়েছে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো উল্লেখ করে মোমেন বলেন, এ বছর দুই দেশের মধ্যে ১৬টি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে দুই দেশের এনগেজমেন্ট আছে। আমাদের সম্পর্ক ভালো বলেই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো। আমাদের আতঙ্কের কারণ নেই।

ভ্রমণ সতর্কতার বিষয়ে তিনি বলেন, এটি তাদের দায়িত্ব। যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।