যারা ভোট দেননি এবং যারা ভোট দিয়েছেন তাদেরও এমপি আমি – নয়ন এমপি।
-
ডেস্ক রিপোর্ট :
-
আপডেট :
০৯:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
-
০
জন পড়েছেন
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের এন আহম্মাদীয়া স্কুল মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। এর আগে সকালে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, ভাইস চেয়ারম্যান ইবনে জিসাদ আল নাহিয়ান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈনিক নেতৃবৃন্দ, সুধিসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ নের্তৃবৃন্দ।
এর আগে রায়পুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ প্রমুখ।
ট্যাগ :