ভাষ্কর বসু রায় চৌধুরী : লক্ষ্মীপুর সদর
লক্ষ্মীপুরের উপশহর দালালবাজার আমানত শাহ হার্ডওয়্যার দোকানে অগ্নিকান্ড ঘটেছে। মোস্তাক মার্কেটে অবস্থিত আমানত শাহ হার্ডওয়্যারে অগ্নিকান্ডে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে প্রেরন, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানোর খবর নিশ্চিত করেন গ্রাম পুলিশ মোঃ মিলন মিঞা।
তিনি আরো জানান প্রতিষ্ঠানের মালিক মহিন উদ্দিন ও তার সহকারী আগুন নিভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লক্ষ্মীপুর সদর স্টেশন মাষ্টার রনজিৎ কুমার আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানে মোমবাতি থেকে স্পিরিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট সন্ধ্যা ৭.৩০ মিনিটে ঘটনাস্থলে যেয়ে আগুন নিভাতে সক্ষম হই। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান এক লক্ষ টাকা প্রায়।