ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের পর অগ্নিকাণ্ডে দগ্ধ মা চলে গেলেন না ফেরার দেশে, বিচারের দাবীতে মানববন্ধন শিক্ষার্থীদের।

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
লক্ষ্মীপুরে দূর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হয়ে নিহত অন্তঃসত্ত্বা কিশোরী আনিকা সুলতানার পর এবার মারা গেছে তার মা জোসনা আক্তার (৪০)।

বুধবার রাতে ঢাকা থেকে লাশটি গ্রামের বাড়ি সদর উপজেলার পূর্ব মাগুরী নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে জোসনার লাশ দাফন করা হয়।

দগ্ধ জোসনার ছেলে রোকন মাহমুদ (৯) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাতরাচ্ছেন।

নিহত আনিকা স্থানীয় জোড় বাড়ির প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে, প্রতিবেশী রতনের স্ত্রী ও গোপালপুর হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিলেন।

গত ১১ অক্টোবর দিবাগত গভীর রাতে হঠাৎ আনোয়ারের বসতঘরে (টিনসেড) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতরে আনিকা, তার মা ও ছোট ভাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। এ সময় শরীরে আংশিক দগ্ধ অবস্থায় মা ও তার শিশু ছেলে বের হলেও আনিকা ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

সে সময় ঘরের পাশে বাগান থেকে পেট্রোলের খালি বোতল, জুতা ও একটি শপিং ব্যাগ উদ্ধার করে পুলিশ। জুতাটি আনিকার স্বামী রতনের বলে পুলিশের কাছে রতন স্বীকার করেছে।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। পুলিশ নিহত আনিকার স্বামী রতনসহ দু’জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!