৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর লক্ষ্যে আজ কাতার বিশ্বকাপের ফাইনালে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। আর্জেন্টিনা তথা গোটা বিশ্বই তাকিয়ে আছে মেসির দিকে, তিনি কী পারবেন সোনালি ট্রফিতে চুমু আঁকতে?
সবার আকুতির মতো আবেগ ঝড়ে পড়ছে মেসির বড় ছেলে থিয়ার কণ্ঠেও। নিজের খাতায় আবেগঘন বার্তায় বাবা মেসিকে সে বলেছে, ‘আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।’ছেলের চিঠির কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। বাবাকে হাতে লেখা চিঠিতে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথা উল্লেখ করেছে। বিশ্বকাপের শুরু থেকেই আন্তোনেল্লা তিন ছেলেকে নিয়ে রয়েছেন দোহায়। আর্জেন্টিনার সব ম্যাচে উপস্থিত থাকছেন গ্যালারিতে। আন্তোনেল্লা জানিয়েছেন, রবিবারের ফাইনালের গুরুত্ব বুঝতে পারছে ছেলেরাও।১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে সর্বশেষ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। ১৯৯০ এবং ২০১৪ সালে ফাইনালে উঠলেও পুড়তে হয় হতাশার বেদনায়। এবার আর্জেন্টিনা বেশ দুর্দমনীয়। দলের নেতৃত্ব যার কাধে, সেই মেসিও প্রবল ছন্দে। প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলেও ভক্তদের আশা এবার দলকে চ্যাম্পিয়ন করেই ছাড়বেন মেসি।