প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ৬:১৫ পি.এম
মেঘনা নদীর কুমির পুকুর থেকে উদ্ধার, কুমির আতঙ্কে রায়পুরের গ্রামবাসী
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী সংলগ্ন চরের পুকুর থেকে বৃহস্পতিবার মধ্যরাতে স্থানীয় জনগণ এর সহযোগিতা একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ।
বন্যার শুরু থেকে ওই এলাকার জেলেরা নদী ও বিলে জোয়ারের পানিতে একাধিক কুমির ভাসতে দেখেছিলেন। পানি কমে যাওয়ায় এটি পুকুরে এসে আশ্রয় নেয়। এ ঘটনায় ওই এলাকায় কুমির আতঙ্ক বেড়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়া গ্রামের মজিবুল পাঠান বাড়ির পুকুর পাড়ে কুমিরটি দেখা যায়। ওই সময় কুমিরের অতর্কিত হামলায় মো. বাবুল (২৫) নামের এক জেলে আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারী মতিয়ুর রহমান বলেন, ‘কুমিরটি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের নিকট হস্তান্তর করা হবে। সম্প্রতিকালে বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিল। নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে স্থানীয় জেলেরা দাবি করেছেন।’
রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, ‘উদ্ধার করে কুমিরটি জেলার সহকারী বনসংরক্ষক কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতে এটিকে ঢাকায় পাঠানো হবে।’
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829