মোঃ সৈয়দ আহম্মদ, বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার ১৫ অক্টোবর রাতে মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পে আওতায়,রায়পুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, রায়পুর কর্তৃক আয়োজনে, মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২২ উপলক্ষ্যে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্বদেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ এ সময় আরো উপস্তিত ছিলেন রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ
মোঃ মফিজ উদ্দিন,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা
মোঃ বেলায়েত হোসেন, রায়পুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ,হাজীমারা ফাঁড়ী থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রোনিক্স সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেয়া ইউএনও অনজন দাশ জানান, একটি বড় ইঞ্জিন নৌকা, একটা ছোট নৌকা জব্দ করা হয়।প্রায় ১০,০০০ (দশ হাজার) মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও তিনটি ড্রেজার মেশিন জব্দ করে ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন হাওলাদার এর জিম্মায় দেয়া হয়।
সম্পাদনা / মুরাদ।