মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
লক্ষ্মীপুর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ব্যাতিক্রম এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা পেয়েছেন সার্টিফিকেট ও আইডি কার্ড,শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ৮ লাখ টাকার বই বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃআনোয়ার হোছাইন আকন্দ। সোমবার দিনব্যাপী আয়োজনটি উপজেলা পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ এবং সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৮৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ লক্ষ টাকা মূল্যমানের বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত “কিশোর আনন্দ” বইসমূহ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন এ. কে. এম. সালাহ্ উদ্দিন টিপু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মনছুর আলী চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অমিত রায়, সহকারী কমিশনার (ভূমি), বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, লক্ষ্মীপুর সদর, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিতরণকৃত বইসমূহ শিক্ষার্থীদের মনন, উৎকর্ষতা সাধন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- এই প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।