ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারের কোনও উসকানিতে পা দেবো না : আব্দুল মোমেন

ডেস্ক রিপোর্ট :

‘জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু দুর্বল জাতিসংঘ এ বিষয়ে তেমন সহায়তা করতে পারছে না।’ মঙ্গলবার (৪ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন থেকে ফিরে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে যাবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে বলেন, ‘সেই সুযোগ আছে। এর আগেও আমরা জাতিসংঘে গিয়েছি। জাতিসংঘ এখন অনেক দুর্বল হয়ে গেছে। যেমন বিভিন্ন দেশে তারা সুবিধা করতে পারছে না, যুদ্ধ থামাতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের একটি ভয় ছিল ইউক্রেন সমস্যার কারণে রোহিঙ্গা ইস্যুটি হয়তো পেছনে পড়ে যাবে। কিন্তু আমরা ভালো সাড়া পেয়েছি। সবাই একমত, রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে তাদের নিজ দেশে প্রত্যাবাসন।’

মিয়ানমার বারবার উসকানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মিয়ানমারের কোনও উসকানিতে পা দেবো না। আমাদের যা করণীয়, তা-ই করছি।’

রোহিঙ্গা ইস্যুতে বেইজিংয়ের ভূমিকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন সব সময় আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু খুব একটা সুবিধা হয়নি। তাদের যথেষ্ট আগ্রহ আছে এবং আন্তরিকতাও আছে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

মিয়ানমারের কোনও উসকানিতে পা দেবো না : আব্দুল মোমেন

আপডেট : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

ডেস্ক রিপোর্ট :

‘জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু দুর্বল জাতিসংঘ এ বিষয়ে তেমন সহায়তা করতে পারছে না।’ মঙ্গলবার (৪ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন থেকে ফিরে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে যাবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে বলেন, ‘সেই সুযোগ আছে। এর আগেও আমরা জাতিসংঘে গিয়েছি। জাতিসংঘ এখন অনেক দুর্বল হয়ে গেছে। যেমন বিভিন্ন দেশে তারা সুবিধা করতে পারছে না, যুদ্ধ থামাতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের একটি ভয় ছিল ইউক্রেন সমস্যার কারণে রোহিঙ্গা ইস্যুটি হয়তো পেছনে পড়ে যাবে। কিন্তু আমরা ভালো সাড়া পেয়েছি। সবাই একমত, রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে তাদের নিজ দেশে প্রত্যাবাসন।’

মিয়ানমার বারবার উসকানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মিয়ানমারের কোনও উসকানিতে পা দেবো না। আমাদের যা করণীয়, তা-ই করছি।’

রোহিঙ্গা ইস্যুতে বেইজিংয়ের ভূমিকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন সব সময় আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু খুব একটা সুবিধা হয়নি। তাদের যথেষ্ট আগ্রহ আছে এবং আন্তরিকতাও আছে।’