প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১:২০ এ.এম
মালয়েশিয়ান নারী-ছেলেকে বিয়ে করা বিদেশিদের চাকরি সংক্রান্ত নীতিমালা পুনর্বিবেচনা- স্বরাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ান নারী অথবা ছেলেকে বিয়ে করা বিদেশিদের চাকরি সংক্রান্ত নীতিমালা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংসদে এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমাতে মালয়েশিয়ায় বিয়ে করা বিদেশিদের দেশটিতে কাজ করার অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করতে পারে সরকার। মন্ত্রণালয় সব সময় মালয়েশিয়ানদের সাথে বিবাহিত বিদেশিদের কর্মক্ষমতার বিষয়ে নীতি নিয়ে মনোযোগী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে যেসব বিদেশি স্বামী বা স্ত্রীর দীর্ঘমেয়াদী সামাজিক ভ্রমণের পাস রয়েছে তারা কর্মসংস্থান ভিসা ছাড়াই কাজ বা ব্যবসা পরিচালনা করার অনুমতি রয়েছে। যদিও আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে বলে এই অনুমোদনটি স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর করা হয় না।
এছাড়া স্বল্পমেয়াদী ভিসার মেয়াদ সাধারণত তিন বছর থাকায় নিয়োগকর্তারা উচ্চ যোগ্যতাসম্পন্ন বিদেশি স্বামীদের কর্মক্ষেত্রে নেয়ার ব্যাপারে কিছুটা গড়িমসি করছে। তবে, কর্মসংস্থান সংক্রান্ত নতুন নীতিমালা চালু হলে এ ধরনের সমস্যায় আর পড়তে হবে না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মালয়েশিয়ানদের সাথে বিবাহিত বিদেশিদের গত বছর মোট ১ লাখ ৬১ হাজার ৫৩১টি এ ধরনের পাস দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829