মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউপির
দক্ষিণ গাইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে মধ্যাহ্নভোজ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
এলাকায় মাদ্রাসামুখী শিক্ষার্থীদের স্কুল থেকে চলে যাওয়া ও নতুন নতুন মাদ্রাসা গড়ে উঠায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাঁকা হয়ে যাওয়ায় নতুন সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্তে ইউপি চেয়ারম্যান নুরে হাওলাদার জিকু বলেন, যেহেতু অভিভাবকরা তাদের সন্তানদেরকে আরবি (মাদ্রাসাতে)পড়াতে বেশী আগ্রহী সেহেতু এখন থেকে আমাদেরও প্রাক-প্রাথমিক থেকেই আরবির ক্লাস নেওয়া শুরু করার পরামর্শ দিয়েছি। প্রাক-প্রাথমিকে ভর্তিকৃত সকল(মুসলিম) ছাত্রকে টুপি ও ছাত্রীকে হিজাব উপহার দেওয়া হবে। স্কুলের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিদেরকে সাথে নিয়ে গ্রামে-গ্রামে/ঘরে-ঘরে এই দাওয়াত পৌঁছে দিবেন।