ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

মজুচৌধুরীর হাটে আগুনে পুড়লো ১৫ দোকান,এমপির সহযোগিতার আশ্বাস 

মোঃওয়াহিদুর রহমান মুরাদ
জুলাই ১১, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

  জেলার সদর উপজেলার মজুচৌধুরীরহাটে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন ও ইউপি চেয়ারম্যান ইউছুপ ছৈয়াল।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরের দিকে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

এর আগেই আগুনে দোকানগুলোর মালামাল ভষ্মিভূত হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে হার্ডওয়ার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে।

কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।

এদিকে আগুনে পুড়ে দোকানগুলো ছাই হয়ে যাওয়ার ঘটনায় ঘটনাস্থল পৌঁছতে ফায়ার সার্ভিসের সময়ক্ষেপণকে দায়ী করেছে দুইজন ব্যাবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপন।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেননি। এরমধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান স্বপন ও স্থানীয় দুইজন ব্যবসায়ী বলেন, কল দেওয়ার ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত। তাদের সময়ক্ষেপণের কারণেই ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আরও আগে আসলে ক্ষয়ক্ষতি কম হতো।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা টা ২০ মিনিটে কল পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছাই। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিখার মাত্রা বেশি ছিল। আমাদের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

স্থানীয় এমপি নুরউদ্দিন চৌধুরী নয়ন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!