
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ই এপ্রিল হায়দারগঞ্জ বাজারে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে সাংবাদিক ও শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর পৌর প্রশাসক মোঃ ইমরান খান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হায়দারগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও স্কুলের সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মাইনুদ্দিন, হায়দারগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ডঃ এ কে এম ফজলুল হক,হায়দারগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান তাহেরা আক্তার, স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, এইচআর ফাউন্ডেশনের হাসনাত আব্দুল্লাহ।
বিশিষ্ট শিল্পপতি এইচআর ফাউন্ডেশন এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব হাবিবুর রহমান মিন্টু বলেন, শিক্ষার্থীরা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যই পড়াশোনা করবে না আদর্শ জীবন গঠন করে মানুষের কল্যাণে দেশকে বিলিয়ে দিবে। তাতেই হায়দারগঞ্জ মডেল স্কুল সহ হায়দারগঞ্জের সুনাম অক্ষুন্ন থাকবে তিনি এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে ভালো ফলাফলের আশা ব্যক্ত করেন।