ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বড় ভাই সম্বোধন না করায় কিশোরগ্যাংয়ের নেতৃত্বে কলেজ ছাত্রকে কুপিয়ে আহত।

মাহমদুর রহমান মনজু, স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরে অটোরিকশা থামিয়ে তামিম ইকবাল নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোরগ্যাং সদস্যরা। জুনিয়র-সিনিয়র দ্বন্ধে পূর্বপরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহতের স্বজনরা।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সদর উপজেলার টুমচর শিমুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত তামিম টুমচর আসাদ একাডেমি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। সে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় ও আহতদের স্বজনরা জানায়, কলেজ ছুটি শেষে বিকেলে তামিম অটোযোগে বাসায় ফিরছিল। শিমুলতলা এলাকায় পৌঁছালে অটোরিক্সাটি থামিয়ে জোবায়ের, হৃদয়সহ ২০/২৫ জনের কিশোরগ্যাং সদস্যরা হামলা চালায়। এসময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
কলেজ ছাত্র তামিমের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

স্বজনদের দাবি, জোবায়েরকে বড় ভাই না মানায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য হামলা চালায় তারা। এ নিয়ে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, অভিযোগটি এখনও হাতে পাই নাই। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

বড় ভাই সম্বোধন না করায় কিশোরগ্যাংয়ের নেতৃত্বে কলেজ ছাত্রকে কুপিয়ে আহত।

আপডেট : ১০:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

মাহমদুর রহমান মনজু, স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরে অটোরিকশা থামিয়ে তামিম ইকবাল নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোরগ্যাং সদস্যরা। জুনিয়র-সিনিয়র দ্বন্ধে পূর্বপরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহতের স্বজনরা।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সদর উপজেলার টুমচর শিমুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত তামিম টুমচর আসাদ একাডেমি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। সে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় ও আহতদের স্বজনরা জানায়, কলেজ ছুটি শেষে বিকেলে তামিম অটোযোগে বাসায় ফিরছিল। শিমুলতলা এলাকায় পৌঁছালে অটোরিক্সাটি থামিয়ে জোবায়ের, হৃদয়সহ ২০/২৫ জনের কিশোরগ্যাং সদস্যরা হামলা চালায়। এসময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
কলেজ ছাত্র তামিমের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

স্বজনদের দাবি, জোবায়েরকে বড় ভাই না মানায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য হামলা চালায় তারা। এ নিয়ে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, অভিযোগটি এখনও হাতে পাই নাই। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।