ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের আয়োজন ডিসির, প্রধানমন্ত্রী পাঠিয়েছেন উপহার।

ডেস্ক রিপোর্ট :
মৌলভীবাজারে অভিভাবকহীন এতিম দুই কন‍্যার বিয়ে দিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। নববিবাহিত দুই পরিবারকে নগদ এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানীনগরের বর আল আমিনের সাথে কনে শাকিলা ইসলাম ও মৌলভীবাজার সদরের কনকপুরের বর মো. সাব্বিরের সাথে কনে নয়নতারার বিয়ে দিয়ে বরদের হাতে তাদেরকে তুলে দেন জেলা প্রশাসক।

জানা যায়, মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রচেষ্টায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বেড়ে ওঠা শাকিলা ও নয়নতারা বাল্যকালেই হারিয়ে যায়। পরে সিলেট সমাজসেবা পরিচালিত শিশু পরিবারে তারা বড় হয়। এরপর বয়স ১৮ হওয়ার পর গত দুবছর আগে তারা সিলেট থেকে মৌলভীবাজারে আসে। তখন তাদের বিয়ের আলাপও আসে। এ খবরটি মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে জানানো হলে তিনি অভিভাবক হয়ে বর পক্ষের সাথে কথা বলে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিয়ের দিনক্ষণ ধার্য করেন।

জাঁকজমকপূর্ণ এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে, বুধবার রাতে তাদের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন প্রমুখ।

এ ব্যাপারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, একজন পিতা তার কন্যাদের যেভাবে বিয়ে দেন, ঠিক তেমনি এ কন্যাদের পিতা হিসেবে একজন কন্যাদায়গ্রস্ত পিতার মতো সকল নিয়ম-আনুষ্ঠানিকতায় আমি তাদের বিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীও তাদের প্রতি শুভ কামনা জানিয়ে এক লক্ষ টাকা করে দুইজনকে দুই লক্ষ টাকা উপহার দিয়েছেন।

এদিকে, শাকিলা ও নয়নতারার বিয়ে দেখে উৎফুল্লল এই কেন্দ্রে থাকা আরও প্রায় চল্লিশটি মেয়ে। তারাও তাদের দুই সহনিবাসীর জন্য শুভ কামনা জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

বিয়ের আয়োজন ডিসির, প্রধানমন্ত্রী পাঠিয়েছেন উপহার।

আপডেট : ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

ডেস্ক রিপোর্ট :
মৌলভীবাজারে অভিভাবকহীন এতিম দুই কন‍্যার বিয়ে দিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। নববিবাহিত দুই পরিবারকে নগদ এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানীনগরের বর আল আমিনের সাথে কনে শাকিলা ইসলাম ও মৌলভীবাজার সদরের কনকপুরের বর মো. সাব্বিরের সাথে কনে নয়নতারার বিয়ে দিয়ে বরদের হাতে তাদেরকে তুলে দেন জেলা প্রশাসক।

জানা যায়, মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রচেষ্টায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বেড়ে ওঠা শাকিলা ও নয়নতারা বাল্যকালেই হারিয়ে যায়। পরে সিলেট সমাজসেবা পরিচালিত শিশু পরিবারে তারা বড় হয়। এরপর বয়স ১৮ হওয়ার পর গত দুবছর আগে তারা সিলেট থেকে মৌলভীবাজারে আসে। তখন তাদের বিয়ের আলাপও আসে। এ খবরটি মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে জানানো হলে তিনি অভিভাবক হয়ে বর পক্ষের সাথে কথা বলে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিয়ের দিনক্ষণ ধার্য করেন।

জাঁকজমকপূর্ণ এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে, বুধবার রাতে তাদের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন প্রমুখ।

এ ব্যাপারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, একজন পিতা তার কন্যাদের যেভাবে বিয়ে দেন, ঠিক তেমনি এ কন্যাদের পিতা হিসেবে একজন কন্যাদায়গ্রস্ত পিতার মতো সকল নিয়ম-আনুষ্ঠানিকতায় আমি তাদের বিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীও তাদের প্রতি শুভ কামনা জানিয়ে এক লক্ষ টাকা করে দুইজনকে দুই লক্ষ টাকা উপহার দিয়েছেন।

এদিকে, শাকিলা ও নয়নতারার বিয়ে দেখে উৎফুল্লল এই কেন্দ্রে থাকা আরও প্রায় চল্লিশটি মেয়ে। তারাও তাদের দুই সহনিবাসীর জন্য শুভ কামনা জানান।