বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক,খাদ্যে বিষক্রিয়া হতে পারে -ইউএইচএফপিও।
-
ডেস্ক রিপোর্ট :
-
আপডেট :
১২:০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
-
০
জন পড়েছেন
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বরের বাড়ির স্বজনরা ফরিদগঞ্জে বিবাহ অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে অর্ধশত হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে উভয় পক্ষের ৫০ জনের বেশী অসুস্থ হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
শুক্রবার(১৯জানুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারী গ্রামের তফাদ্দর বাড়ি মৃত তোফায়েলের কন্যা তারিন এর বিবাহ অনুষ্ঠানে খাবার খাওয়ার পরে এ ঘটনা ঘটে।
কেরোয়া বসু পাটোওয়ারী বাড়ির বর মানিক জানান গুরুতর অবস্থায় অসুস্থদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কেন এমন হয়েছে বুজতে পারছিনা।হয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ৫জন পুরুষ, ৯জন শিশু এবং ১১জন নারী।
অসুস্থ একজনের স্বজন জানান, দুপুরে তার স্বামী ও মেয়ে বিয়েবাড়িতে খাবার খান। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত বমি ও পেটব্যথার কারণে তাদের হাসপাতালে নিয়ে আসেন।
রায়পুর এসে ওই বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে লোককে অসুস্থ অবস্থায় দেখতে পান। তবে বর ও কনে সুস্থ আছেন বলে জানান দুই পরিবার।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃবাহারুল আলম বলেন , খাবারে বিষক্রিয়ার কারণে অন্তত ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নিশ্চিত হতে খাবার ও স্টুল ল্যাবরেটারিতে পাঠালে বুজা যাবে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন। তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকের অবস্থাই গুরুতর। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ট্যাগ :