লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের জন্য লক্ষ্মীপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রায়পুর মহিলা কলেজ এমপিও দ্রুত করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী ডাঃদিপু মনি এমপি।শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রায়পুর মার্চেন্টস একাডেমীতে রায়পুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
জনসভায় ভাষণ দেয়ার পূর্বে রায়পুর সরকারি কলেজের নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এসব কথা বলেন।
সাংবাদিকদের সাথে আলোচনা শেষে
রায়পুর উপজেলা প্রশাসনের আর্ট স্কুল পরিদর্শন করেন তিনি। এই সময় আর্ট স্কুলের প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানত হোসেন ,জেলা পরিষদ চেয়ারম্যান মোঃশাহজাহান ,উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ, মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট ,ইউএনও অনজন দাশ, এসিল্যান্ড রাসেল ইকবাল ,সাবেক মেয়র ও উপজেলা আ.লীগ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান প্রমুখ।