বিএনপির সমাবেশস্থলে ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে।
ঘণ্টাখানেক ধরে ড্রোনটি উড়তে দেখেছেন বলে সমাবেশে আসা বিএনপির এক কর্মী দাবি করেছেন। তিনি বলেন, এই সমাবেশ জনগণের সমাবেশে পরিণত হয়েছে।ড্রোনটি সরকার প্রদত্ত দাবি করে তিনি আরও বলেন, সমাবেশে ১৫ লাখের বেশি মানুষ হবে। সরকার এখন জনগণ থেকে বিচ্ছিন্ন।
এর আগে গতকাল শুক্রবার গণসমাবেশ আয়োজনের পুলিশি অনুমতি পাওয়ার পরই ভেন্যুতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন।রাত যত হয়েছে মাঠে বিএনপি নেতাকর্মীদের আনাগোনাও বেড়েছে তাল মিলিয়ে। ওই সময় মাঠের ভেতর ও সড়কে খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের ভিড়ে মাঠের পাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।
দ্রব্যমূল্য, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি সারা দেশে গণসমাবেশ শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকায় গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি।
এ নিয়ে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর গতকাল বিকেলে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পায় দলটি। এরপর থেকেই সেখানে সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মীরা।