প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ৭:১৬ পি.এম
বাকশালীরা পালিয়ে গেলেও তাদের দোসররা সক্রিয়- খায়ের ভূইয়া
লক্ষ্মীপুরের রায়পুরে ৫নং চরপাতা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্ত হয়েছে। ফ্যাসিবাদীরা ইতিহাসের আস্থাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বাকশালীরা পালিয়ে গেলেও দেশে তাদের দোসররা সক্রিয় রয়েছে। তারা ছাত্রজনতার বিজয়কে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যপারে তৃনমূল বিএনপিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সব ধরনের অন্যায় দুর্নীতি ও দখলধারির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
তিনি শনিবার সকালে উপজেলার ৫নং চরপাতা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
৫নং চরপাতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোজাফফর হোসেন সভাপতিত্বে, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ইমরান হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেড এম নাজমুল ইসলাম মিঠু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ.বি.এম জিলানী , পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জাহের, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম আলমাস।
সভায় আরও উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ইকবাল পাটোয়ারী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান রিফাত, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন,উপজেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চোধুরী , জেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, নূরে হেলাল মামুন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন হিরন, উপজেলা ছাত্রদলের যুগ-আহবায়ক মাহবুব হোসেন ফাহিম,ইউনিয়ন বিএনপির সদস্য বিল্লাহ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব, ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুর হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির হোসেন প্রমুখ।
সভায় উপজেলা,৫নং চরপাতা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829