প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৪, ৫:৪৪ পি.এম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যেয়ে হামলার শিকার : ফেরা হলো না মমিন’র বাসায় ফেরা
ঢাকার ধানমন্ডি ৩২-এ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা এমএ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন।
তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সকালে মমিন পাটোয়ারীর ভাতিজা মুনতাকিম পাটোয়ারী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, মমিন পাটোয়ারী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।
এদিকে মমিন পাটোয়ারীর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়।
সেখানে উল্লেখ করা হয়— ‘১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে আহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদাক এমএ মমিন পাটোয়ারী ইন্তেকাল করেন। বাংলাদেশে কি এই হত্যার বিচার হবে?’
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829