প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ১:৩৯ এ.এম
বকুল হত্যা মামলার আসামি বাবুল র্যাবের হাতে আটক।
র্যাব-১১, সিপিসি-৩ এর সদস্যবৃন্দ গোপণ সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে দালাল বাজারে জমি সংক্রান্ত বিরোধে নুরনবী বকুল পাটোয়ারীকে হত্যার দায়ে মামলার আসামী আশ্রাফুর রহমান বাবুল (৫০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মহাদেবপুর গ্রামের মৃত আজিজুর রহমান এর ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত বকুল ও আসামীরা একই বাড়ির বাসিন্দা। ভিকটিম ও আসামীদের মধ্যে পূর্ব হতে জমি নিয়ে বিরোধ রয়েছে। ঘটনার দিন শুক্রবার সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ভিকটিমদের মালিকীয় সম্পত্তি হতে আসামীগণ জোরপূর্বক নারিকেল, সুপারি পাড়তে গেলে ভিকটিম আসামীদের বাধা দেয়। যার প্রেক্ষিতে আসামীগণ বকুলের উপর ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা লাঠি-সোঠা দ্বারা ভিকটিমকে গুরুত্বর জখম করে। আসামীদের আঘাতে ভিকটিম ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে আসামীগণ ঘটনাস্থলে হতে পালিয়ে যায়। তখন ঘটনাস্থলে উপস্থিত লোকজন ভিকটিম নুরনবী বকুল পাটোয়ারীকে অচেতন অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার। বকুলকে মৃত বলে ঘোষনা করে।
র্যাব-১১, সিপিসি-৩ এর উপ-পরিচালক
লেঃ কমান্ডার কোম্পানী অধিনায়ক
মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান ,
নিহত বকুলের ভাই মোঃ ইসমাইল হোসেন আসামীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী আশ্রাফুর রহমান বাবুল (৫০) কে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829