ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পরিকল্পিত ভাবে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুরের রায়পুরে শাহ আলম স্বপন (৪৫) নামে এক চালককে হত্যার পর তার লাশ ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বামনী ইউনিয়নের একটি সুপারি বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। স্বপন লক্ষ্মীপুর সদর উপজেলা আবিরনগর গ্রানের মৃত শাহজাহানের ছেলে।

নিহতের স্ত্রী শাহিনুর ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে নিজ অটোরিকশা নিয়ে বের হন স্বপন। এরপর থেকে অটোরিকশাসহ তিনি নিখোঁজ হন। ওই দিন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন।

এদিকে সকালে রায়পুর উপজেলার বামনী এলাকার সুপারি বাগানে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। অপরদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে শাহ আলম স্বপনের লাশ শনাক্ত করেন তার স্বজনরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় স্বপনকে কুপিয়ে ও শ্বাসরোধ করা হয়। পরে তার লাশ সুপারি বাগানে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

পরিকল্পিত ভাবে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

আপডেট : ০২:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

লক্ষ্মীপুরের রায়পুরে শাহ আলম স্বপন (৪৫) নামে এক চালককে হত্যার পর তার লাশ ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বামনী ইউনিয়নের একটি সুপারি বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। স্বপন লক্ষ্মীপুর সদর উপজেলা আবিরনগর গ্রানের মৃত শাহজাহানের ছেলে।

নিহতের স্ত্রী শাহিনুর ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে নিজ অটোরিকশা নিয়ে বের হন স্বপন। এরপর থেকে অটোরিকশাসহ তিনি নিখোঁজ হন। ওই দিন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন।

এদিকে সকালে রায়পুর উপজেলার বামনী এলাকার সুপারি বাগানে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। অপরদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে শাহ আলম স্বপনের লাশ শনাক্ত করেন তার স্বজনরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় স্বপনকে কুপিয়ে ও শ্বাসরোধ করা হয়। পরে তার লাশ সুপারি বাগানে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।