মাহমুদুর রহমান মনজু,লক্ষ্মীপুর:
বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে জাতীয় পতাকা হাতে নিয়ে মহড়া দিয়েছে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ। শনিবার দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী থেকে পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদাম লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, জেলা কৃষকলীগের আহ্বায়ক সিএম আবদুল্লাহ, শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাত, জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীপুরের আহ্বায়ক বেল্লাল ক্বারী, আওয়ামীলীগ নেতা ছাব্বির হোসেন, শাহজাহান কামাল, সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, সাবেক ছাত্রলীগ নেতা মনির পাটোয়ারী ও আশরাফ উদ্দিনসহ আরো অনেকে।