প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৪:৫৬ পি.এম
নার্সেস সংস্কার পরিষদের আহবানে রায়পুরে মানববন্ধন অনুষ্ঠিত
কেন্দ্রীয় নার্সেস সংস্কার পরিষদের আহবানে সারাদেশ ব্যাপী শনিবার সকাল ১০ টায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের অংশগ্রহণে ১ দফা আদায়ের দাবিতে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নার্সিং কর্মকর্তা
মো: জাহিদ হাসান বলেন- আমলারা দীর্ঘদিন অধিদপ্তরের নার্সদের পদ দখল করে রেখেছেন, বদলী,পদোন্নতি বন্ধ রেখে সাধারণত নাসর্দের অধিকার বঞ্চিত রেখেছে। সর্বশেষ নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করে নার্সদের অপমান করেন। মহাপরিচালক মাকসুদা নুর এর বক্তব্য ও দীর্ঘদিনের দুর্নীতি বিরুদ্ধে গত ৬ দিন ধরে আন্দোলন অব্যাহত রয়েছে। দাবি না মানলে কর্মবিরতিতে যেতে নার্সরা বাধ্য হবে।
এ রায়পুর উপজেলার নার্সিং ও মিডওয়াইফ নেতৃবৃন্দ অতি দ্রুত ন্যায্য দাবি মহাপরিচালক ও পরিচালক পদে যোগ্য, উচ্চশিক্ষিত নার্স পদায়ন বাস্তবায়ন চেয়ে বক্তব্য প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829