মাহমুদুর রহমান মনজু, স্টাফ রিপোর্টার :
ধর্মীয় শিক্ষা প্রসারে ও গরীব অসহায় শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় আলোকিত করতে লক্ষ্মীপুরে স্থাপিত হলো ব্যতিক্রমধর্মী হেফজ ও এতিমখানা। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় সদর উপজেলার সোনাপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবু সাঈদ মিয়াজী এ প্রতিষ্ঠানটির উদ্বোধন ও নামফলক উন্মোচনের বিষয়ে আলোচনা সভা করেন। সেসময় সোনাপুর, হাসনাবাদ ও বিজয়নগরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির দাতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবু সাঈদ মিয়াজীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বেসরকারি টেলিভিশন জিটিভির সিনিয়র নিউজ রুম এডিটর সাংবাদিক ফরিদুর রহমান, দেশযোগ টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি মাহমুদুর রহমান মনজু, দৈনিক শেয়ার বিজ জেলা প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ, বিশিষ্ট মাওলানা তোহা, সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাপজী আবুল কালাম আজাদ, হাসনাবাদ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তোফায়েল আহমেদ, সোনাপুর গোফরানিয়া নুরানী মাদ্রাসার মুহতামিম আবদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মাইন উদ্দিন ময়ূর, মুরাদসহ স্থানীয় এলাকাবাসী।
এসময় প্রতিষ্ঠানটিতে গরীব, অসহায় শিক্ষার্থীদের আন্তজার্তিকমানের শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সবার্ত্নক সহযোগিতা করার আহ্বান জানান আয়োজকরা।