ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের প্রথম নির্মিত উপজেলা ভিত্তিক আর্ট স্কুলের শুভ উদ্বোধন করেছেন রায়পুরে স্বরাষ্ট্রমন্ত্রী।

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত আর্ট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। (২১ অক্টোবর) শনিবার দুপুরে এই স্কুলের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুদ্ধ ও সুন্দরের চর্চায় উপজেলা প্রশাসনের অধীনে দোতলা ভবন করে স্থায়ীভাবে স্কুল করার উদ্যোগ নেওয়া হয়েছে গত বছরের মে মাসে। কোমলমতি শিশুদের মেধা বিকাশের কথা চিন্তা করে এই আর্ট স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে মাদ্রাসা, স্কুলের ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে, বাচ্চারা যদি ছবি আকা, আর্ট করা, শিশু বয়সে শিখে তাহলে বাচ্চাদের মেধার বিকাশ হয়, বিগত দিনে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে সপ্তাহে দুইদিন ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এখন থেকে নতুন ভবনে পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরু করা হবে এবং যেসব সুবিধাবঞ্চিত শিশু ও গরীব ফ্যামিলির শিশু ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করবে তাদেরকে বিনামূল্যে এখানে ভর্তি ও শিখার ব্যবস্থা করে দেওয়া হবে।

পরিকল্পনা ও বাস্তবায়নকারী রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছিলো প্রতিটি উপজেলায় শিশুপার্ক নির্মাণ, খেলার মাঠ নির্মাণ ও সাংস্কৃতিক চর্চার জন্য এমন উদ্যোগ নেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শিশুপার্ক করেছি এবং এই আর্ট স্কুল নির্মাণ করেছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে আবেদন করবো জাতীয় ভাবে যেনো প্রত্যেকটা উপজেলাতে উপজেলা প্রশাসন আর্ট স্কুল চালু করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি নুরেআলম মিনা, লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

দেশের প্রথম নির্মিত উপজেলা ভিত্তিক আর্ট স্কুলের শুভ উদ্বোধন করেছেন রায়পুরে স্বরাষ্ট্রমন্ত্রী।

আপডেট : ১২:২৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত আর্ট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। (২১ অক্টোবর) শনিবার দুপুরে এই স্কুলের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুদ্ধ ও সুন্দরের চর্চায় উপজেলা প্রশাসনের অধীনে দোতলা ভবন করে স্থায়ীভাবে স্কুল করার উদ্যোগ নেওয়া হয়েছে গত বছরের মে মাসে। কোমলমতি শিশুদের মেধা বিকাশের কথা চিন্তা করে এই আর্ট স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে মাদ্রাসা, স্কুলের ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে, বাচ্চারা যদি ছবি আকা, আর্ট করা, শিশু বয়সে শিখে তাহলে বাচ্চাদের মেধার বিকাশ হয়, বিগত দিনে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে সপ্তাহে দুইদিন ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এখন থেকে নতুন ভবনে পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরু করা হবে এবং যেসব সুবিধাবঞ্চিত শিশু ও গরীব ফ্যামিলির শিশু ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করবে তাদেরকে বিনামূল্যে এখানে ভর্তি ও শিখার ব্যবস্থা করে দেওয়া হবে।

পরিকল্পনা ও বাস্তবায়নকারী রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছিলো প্রতিটি উপজেলায় শিশুপার্ক নির্মাণ, খেলার মাঠ নির্মাণ ও সাংস্কৃতিক চর্চার জন্য এমন উদ্যোগ নেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শিশুপার্ক করেছি এবং এই আর্ট স্কুল নির্মাণ করেছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে আবেদন করবো জাতীয় ভাবে যেনো প্রত্যেকটা উপজেলাতে উপজেলা প্রশাসন আর্ট স্কুল চালু করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি নুরেআলম মিনা, লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া প্রমুখ।