স্কোর: বাংলাদেশ ১৫/১
প্রথম এক ঘণ্টা কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। কিন্তু শুরুটা একদমই ভালো হলো না।
জাকির হাসান যে আত্মবিশ্বাস নিয়ে দিনের শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত ঠিক উল্টো। সিরাজকে দারুণ ড্রাইভে দিনের দ্বিতীয় বলে বাউন্ডারিতে পাঠান জাকির। শান্ত পায়ের নিচে জমিন খুঁজে পাচ্ছিলেন না। তাতে বিপদ ডেকে আনেন বাঁহাতি ব্যাটসম্যান।
অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ড্রেসিংরুমে। অশ্বিন নিজের প্রথম ওভারেই পেয়ে যান সাফল্য। ওভারের পঞ্চম বলে শান্তর এলবিডব্লিউর আবেদনে রিভিউ নেয় ভারত। সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসে। ওভারের শেষ বলে ব্যাকফুটে খেলতে গিয়ে আবার শান্তর প্যাডে বল আঘাত করে। এবার আম্পায়ার ভারতের আবেদনে সাড়া দেয়। বাংলাদেশ রিভিউ নিলেও এবার ভাগ্য সহায় হয়নি। ৩১ বলে ৫ রানে শান্ত ফিরেছেন ড্রেসিংরুমে। মিরপুর শের-ই-বাংলায় ৮০ রানে পিছিয়ে থেকে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। ২৫০ রানের লিড নেওয়ার লক্ষ্য স্বাগতিকদের। এজন্য শুরুটা ভালো হওয়া দরকার ছিল। কিন্তু দিনের দ্বিতীয় ওভারে উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ।