প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৩, ৫:২৭ পি.এম
তিন উপজেলার প্রধান সেতু সোলাখালী – রায়পুর ব্রীজে কাঁপুনি আতঙ্কে যাত্রীরা।
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার রায়পুর ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপরে সোলাখালি নামক স্থানে প্রায় ৪০ মিটার সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবহেলায় পড়ে আছে। সেতুর দুই পাশ অল্প করে ভাঙতে ভাঙতে একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এটি সেতুটি যেন এটি মরণফাঁদ পরিণত হয়েছে।
এলাকাবাসী ও পথচারীরা জেনে ও প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে যায় হাজার হাজার মানুষ ও যানবহন চলাচল করছে। উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের মধ্যে রায়পুর-হায়দারগঞ্জ সড়কটি অন্যতম।
প্রতিদিন এই সড়ক দিয়ে বাস, পণ্যবোঝাই ট্রাক-পিকআপ ভ্যানসহ নানা ধরনের গণপরিবহন চলাচল করে আসছে। সংখ্যার হিসেবে যা কয়েক হাজার হবে। সেতুর দুই পাশের রেলিংয়ের বেশ কিছু অংশ ধসে পড়েছে বহু আগেই। সেতুর উপর ঢালাই ধ্বসে গিয়ে ভেতরের রডগুলো বের হয়ে আছে। এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন এই সেতু দিয়ে নিয়মিত চলাচল করছে যার ফলে সেতু দিয়ে একটি সাধারণ যানবাহন চলাচল করলেও থরথর করে কাঁপতে শুরু করে সেতুটি।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই উপজেলার গুরুত্বপূর্ণ সেতুটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।
এলাকারবাসী ও পথচারীর জাকির পন্ডিত, হোসেন, খোরশেদ আলম, ও সহিদ উল্ল্যা ক্ষোভের সাথে বলেন। এ সেতুটি দীর্ঘদিন জরাজীর্ণ হয়ে মরণফাঁদে পড়ে রয়েছে দেখার কেউ নেই। যেই কোন মুহুর্তে দুর্ঘটনায় সম্ভবনা রয়েছে।
৪নং ওয়ার্ড মেম্বার জামাল মিয়াজী বলেন , জরুরিভাবে সেতু নির্মান বা মেরামতের কোনো উদ্যোগ না নেয়া হলে যেকোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।
এ ব্যাপারে রায়পুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সুমন মুন্সি বলেন, সেতুটি সংস্কারের কাজ যাতে দ্রুত সময়ে করা যায় কতৃপক্ষের সেই চেষ্টা চলছে।সেতুটি আমাদের এলজিইডিই অধীনে ছিলো না বিধায় দীর্ঘদিন সংস্কার কার্যক্রম করা যায় নি।ইতোমধ্যেই আমরা এলজিইডি অধিদপ্তরে সড়কটির ফিজিবেলিটি নিয়ে কাজ করছি ।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829