তরুনদের প্রথম ভোট হোক অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধের প্রতীক ছড়ি – সুমন
-
ডেস্ক রিপোর্ট :
-
আপডেট :
০৭:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
-
০
জন পড়েছেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ রায়পুর ও সদর আংশিক আসনে থেকে জাগ্রত বাংলাদেশ দলের মনোনীত “বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট” এর প্রার্থী ও ডেইলি অবজারভার এর সাংবাদিক ইমাম উদ্দিন সুমন ছড়ি মার্কায় ভোটারদের কাছে ভোট চেয়ে গনসংযোগ করছেন সোমবার।
সোমবার দুপুরে রায়পুর পৌর শহরের বিভিন্ন দোকানে, ফুটপাতের ব্যাবসায়ী এবং সড়কে যাতায়াতকারী ভোটারদের কাছে ভোট ছেয়ে গনসংযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন আমি আপনাদের সন্তান, আগামী ৭ জানুয়ারী ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই কালের বিবর্তনে ও যুগের পরিবর্তনের সাথে মানুষ পরিবর্তন চায়, তাই গতানুগতিক পদ্ধতিকে পরিহার করে আমার মত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তরুণদের আগামিতে নেতৃত্ব খুঁজে নেবার জন্য আপনাদের মূল্যবান ভোট, দোয়া সমর্থন আশা করছি। আমি আরো আশ্বস্থ করতে চাই অপনারা আমাকে নির্বাচিত হলে সর্ব প্রথম বেকারত্ব দূরকরণ, তরুণদের মেধা কাজে লাগিয়ে সমাজের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, মডেল সমাজ তৈরী করে সামাজ ব্যবস্থা পরিচালনা, সৃজনশীল কাজের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরী, মাদক সন্ত্রাস বন্ধ করা, পরিবহণ ও যোগাযোগ খাতে উন্নতি, কৃষি উন্নয়ন, ববাল্য বিবাহ বন্ধ, সকল খাতে দূর্ণীতি বন্ধে আপনাদের পরামর্শে কাজ করা, ঘুষ দূর্ণীতি বন্ধ করবো, সকল দালাল, ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন , মসজিদের ইমামদের বেতন বৃদ্ধিসহ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জনিত উন্নয়ন, সকল হাট বাজার আধুনিকতায়, জরুরী ভিত্তিতে যে কোন রোগীকে চিকিৎসা প্রদানে বিনামূল্য এম্বুলেন্সের ব্যবস্থা করণ, ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকরণ, প্রতিটি বাজারে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, ক্রীড়া অঙ্গনে উন্নয়ন, সকল সরকারি সকল ভাতা সহায়তা প্রকৃত প্রাপ্য ব্যক্তিকে প্রদান করাসহ লক্ষ্মীপুর ২ আসনকে একটি পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি বিশ্বাস করি আপনারা আমাকে ছড়ি মার্কায় ভোট দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি এবং দূর্নীতি মুক্ত সমাজ গঠনের অংশীদার হবেন।
ট্যাগ :