চীন ‘জিরো কোভিড নীতিমালা’ প্রত্যাহার করলে করোনাভাইরাসে মৃত্যু হতে পারে ১৩ থেকে ২১ লাখ মানুষের। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ আশঙ্কার কথা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এয়ারফিনিটি।
এয়ারফিনিটি জানায়, এর পেছনে মূল কারণ টিকাগ্রহণের নিম্নহার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া। দেশটিতে বুস্টার ডোজ গ্রহণের হারও অনেক কম, এমনটা জানায় ফার্মটি।
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে উৎপাদিত সিনোভ্যাক এবং সিনোফার্ম ভ্যাকসিনের কার্যকারিতাও সন্তোষজনক নয়। সেটি মৃত্যু ও সংক্রমণ ঠেকাতে পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ। তাছাড়া, অতীত সংক্রমণে প্রাকৃতিকভাবেও চীনাদের মধ্যে খুব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি বলে জানায় প্রতিষ্ঠানটি।দেশটিতে গেলো দুই দিনে করোনায় প্রাণ হারিয়েছে ৭ জন। মোট প্রাণহানি পাঁচ হাজার ২৪২।