প্রযুক্তি ডেস্কঃ নতুন কিছু আপডেট এসেছে গুগল ওয়ার্কস্পেসে। এরমধ্যে জিমেইল সার্চ ফলাফলে নতুন কিছু ইমপ্রুভ করা হয়েছে। ব্যবহারকারী ওয়েবে ই-মেইল সার্চ করার সময় নতুন আপডেটের ফলটি পাবেন বলে জানানো হয় গুগলের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এখন থেকে জিমেইল সার্চের ফল আরও বেশি প্রাসঙ্গিক এবং কনটেক্সচুয়াল হবে।
এছাড়া গুগল শিটে একটি ফিচার যোগ করা হয়েছে। এখন থেকে টেবিলের সাইড প্যানেলটি ব্যবহারকারী ইচ্ছেমতো রিসাইজ করতে পারবেন। এতে কোনও পিভট টেবিলে কলামের নাম যদি অনেক বড় হয় বা কোনও ফিল্ড যদি অনেক বড় হয় তাহলে ব্যবহারকারী তার সুবিধা মতো রিসাইজ করে নিয়ে পুরো টেক্সট পড়তে পারবেন।
এছাড়া গুগল মিটে কল অথবা ডকস, শিটস অথবা স্লাইডে কোনও কিছু প্রদর্শন করার সময় ব্যবহারকারী মিটিংয়ের চ্যাট প্যানেল থেকে সহজেই এগুলো অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ব্যবহারকারী চাইলে মিটিংয়ে যে কোনও সংখ্যক অংশগ্রহণকারী অথবা সবাইকে এর একসেস দিতে পারবেন। আবার ব্যবহারকারী চাইলে ডকুমেন্ট, স্প্রেডশিট অথবা প্রেজেন্টেশনকে একত্রিত করেও সাজাতে পারবেন।
গুগল জানায়, নতুন এই আপডেটটি ওয়ার্কস্পেস এবং জি স্যুটের সব ব্যবহারকারীই আগামী ১৫ দিনের ভেতর পেয়ে যাবেন। এছাড়া প্রতিষ্ঠানটি খুব শিগগিরই একটি ওয়েলকাম আপডেট আনবে। এতে ওয়ার্কস্পেস ইনডিভিজুয়াল প্ল্যান আপগ্রেড করা হবে, যাতে ব্যবহারকারী কোনও অতিরিক্ত খরচ ছাড়াই তাদের স্টোরেজ ১৫ জিবি থেকে ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।