প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ২:৫৩ পি.এম
জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর জেলা জুড়ে ডিসির উদ্যোগ : খাল পরিচ্ছন্নতা অভিযানে মিলছে সুফল
জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর জেলা জুড়ে খাল পরিচ্ছন্নতা,অতিবৃষ্টিজনিত বন্যা প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন ও বন্যার দীর্ঘস্থায়িত্ব হ্রাসের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে।
লক্ষ্মীপুর পৌরসভাস্থ রহমতখালি খালসহ রায়পুর পৌরসভা, রামগঞ্জ পৌরসভা এবং রামগতি পৌরসভাস্থ বিভিন্ন খালসমূহের পানিপ্রবাহের প্রতিবন্ধকতা নিরসনকল্পে এমন পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার রায়ের যোগদানের পরে প্রথম উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের পরপর সুফলও মিলছে।
বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মাদাম ব্রিজ এলাকায় রহমত খালি খাল পরিষ্কারের মাধ্যমে এ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
পৌরসভার ১৩টি স্থানে খালে এ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া একযোগে রামগতি, রায়পুর ও রামগঞ্জ পৌরসভাতেও খাল পরিস্কার অভিযান চলছে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পৌরসভা সচিব আলাউদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার সীমান্তবর্তী জকসিন বাজার ব্রিজ হতে তেরবেকী পর্যন্ত রহমতখালি খালের কচুরিপানাসহ যাবতীয় পানি প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে ১৫০ জন শ্রমিক দ্বারা রহমতখালি খালের প্রবাহকে সম্পূর্ণরূপে বাধামুক্ত করা হবে।
এছাড়া রামগঞ্জ পৌরসভার বীরেন্দ্র খাল যার দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার, এর প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি অংশ পরিষ্কার করা হবে। এতে বর্তমানে পানি চলাচলে ১৮-২০ টি প্রতিবন্ধকতা আছে। এসব পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এবং রামগতি পৌরসভার সমবায় খাল পরিষ্কার করা হবে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ডাকাতিয়া নদী দখল আর দূষণে প্রাণ হারাতে বসেছে। নদীতে থাকা বিভিন্ন বাঁধ আর দীর্ঘদিনের অবহেলায় জমা ময়লা আবর্জনায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। ডাকাতিয়াকে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে পুনরায় দখল এবং ময়লা আবর্জনা মুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও রায়পুর পৌরসভা কতৃপক্ষ।
একই উদ্যেগে রায়পুর পৌরসভার ডাকাতিয়া নদী পরিষ্কার করা হবে। এ পৌরসভার ৪নং ওয়ার্ডের রায়পুর মহিলা কলেজের সামনে থেকে ৫০০ মিটার পর্যন্ত নদীর কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারসহ ২ নং ওয়ার্ডের পোস্ট অফিস ব্রিজ থেকে গাজীনগর ব্রিজ পর্যন্ত ১.৫ কি মি পর্যন্ত নদীর কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করা হয়।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) দুপুরে রায়পুর শহরের মহিলা কলেজ সংলগ্ন ডাকাতিয়া নদী পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন রায়পুর পৌর প্রশাসক পদ্মাসন সিংহ।
এসময় দখল মুক্ত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পৌর প্রশাসক পদ্মাসন সিংহ বলেন, ডাকাতিয়া নদী দখল মুক্ত করার বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। খুব শীঘ্রই দখল মুক্ত করনের কাজ শুরু হবে , নদীর উপরে থাকা সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। পানি প্রবাহে বিঘ্নিত হয় এমন বাঁধ গুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে, ডাকাতিয়া নদী হচ্ছে রায়পুরের প্রধান নদী, খুব শীগ্রই এটি হবে দখল মুক্ত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো: ইমরান খান সম্পদ, উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সহ উপজেলা ও পৌরসভার প্রধান প্রকৌশলী কামরুল হাসান, পৌরসভার হিসাব সংরক্ষণ কর্মকর্তা নুরে হেলাল মামুন, রায়পুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল পাটোয়ারী ।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, যতই প্রতিকূলতা থাকুক সবার সমন্বয়ে লক্ষ্মীপুরে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো। বন্যা পরিস্থিতি, বন্যার দীর্ঘ সূত্রিতা কিংবা জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে পানির অবাধ প্রবাহ না থাকা। যা এখানে ছিল না। বিভিন্নভাবে প্রতিকূলতা সৃষ্টি করা হয়েছে। প্রাকৃতিক প্রতিকূলতা, মানবসৃষ্ট প্রতিকূলতা। অসৎ উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রতিকূলতা সৃষ্টি করেছে। আমরা সব প্রতিকূলতা পরিষ্কার করতে চাই।
তিনি আরও বলেন, আমরা আজকে হয়তো একটি জলাশয় পরিষ্কার করছি। আমরা ঐক্যবদ্ধভাবে অঙ্গিকার করছি- লক্ষ্মীপুরকে জঞ্জাল মুক্ত করার জন্য যা প্রয়োজন আমরা সবাই মিলে একসঙ্গে করবো।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829