প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ২:৫৮ পি.এম
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য ইকবাল পাটোয়ারী' কর্তৃক উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের সৌদি প্রবাসী মোঃ আবুল বাসার সবুজ এর স্ত্রীর কাছে চাঁদাদাবী ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার।
অত্যাচার, নির্যাতন ও জুলুমের হাত থেকে বাঁচতে ভুক্তভোগী বিউটি বেগম তার দুই শিশু সন্তানের নিরাপত্তা চেয়ে এবং মিথ্যা বানোয়াট মামলা থেকে অব্যাহতি পেতে সোমবার ( ৯ সেপ্টেম্বর) রায়পুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিউটি বেগম।
সংবাদ সম্মেলনে বিউটি বলেন, যুবদল নেতা ইকবাল পাটোয়ারী দীর্ঘদিন ধরে আমার কাছে মোটা অংকের চাঁদা চেয়ে আসছে।
চাঁদা না দেওয়ায় তার সাথে থাকা জুয়েলসহ আরও কয়েকজন মিলে আমার পরিবার কে গৃহবন্দী করে রাতের অন্ধকারে পুড়ে মারার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা চেয়ে আসছে।
পরিকল্পিতভাবে আমার উপর হামলা এবং স্থানীয় একজন সাংবাদিক প্রতিবাদ করতে আসলে তার মোটরসাইকেল ভাংচুর করে এবং তাকেও মামলার আসামী করেছে।
আমি এই মিথ্যা বানোয়াট মামলা থেকে মুক্তি এবং আমার পরিবারের নিরাপত্তা রক্ষার্থে সকল গণমাধ্যমের মারফতে সংশ্লিস্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829