গাজী কমপ্লেক্সের নারীঘটিত ঘটনার ১২লাখ টাকা লেনদেনের সত্যতা কতটুকু?
স্টাফ রিপোর্টার : গাজী কমপ্লেক্সের আবাসিক ফ্লাটের ডি ৮-৮ম তলায় ১২ই মে সন্ধ্যায় রুপালি ইলেকট্রনিক্স এর আজম এর বিষয়ে ঘটে যাওয়া নারী ঘটিত একটি বিষয় অনুসন্ধানে জানা যায় এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করে দেখা যায় ৮ম তলার একটি ফ্লাটে এসেছিলেন আজম তিনি সেই বাসায় গেষ্ট ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ফ্লাটের বাসিন্দারা জানান আজম তাদের আত্মীয় । এই বিষয়ে সেই ফ্লাটের নারীর ও তার সন্তানদের কোন অভিযোগও নেই।
সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সন্ধ্যা৭.২০ মিনিটে রায়পুর থানার এসআই কমলসহ ৩জন পুলিশ সদস্যকে লিফটে উঠতে দেখা যায়। তার কিছুক্ষণ পর ৮.২০ মিনিটে রুপালী ইলেকট্রনিক্স এর আজমকে একাই নেমে যেতে দেখা যায় ।তারা কিছুক্ষন পরেই সংশ্লিষ্ট ফ্লাটে খোজখবর নিয়ে অনাকাঙ্খিত কিছু না পেয়ে নেমে যায় পুলিশের নারী সহ ৪ সদস্য ।
গাজী কমপ্লেক্সের আবাসিক এলাকার ফ্লাটের বাসিন্দা ময়না বেগমের সাথে আলাপ হলে জানান, এখানে কার ফ্লাটে কে আসে বা আসবে সেটা তারাই ভালো জানেন। আমি ১২তারিখ সন্ধ্যায় ৮ম তলার সিঁড়িতে কজন পুলিশ সদস্য এসেছেন জানতে পারি ।তাৎক্ষনিক যেয়ে দেখি পুলিশ চলে যাচ্ছেন। কেউকে আটক করতে দেখিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কজন গণমাধ্যম কর্মী ও সোশ্যাল এক্টিভিষ্টদের দেখা যায় রায়পুর গাজী কমপ্লেক্স এর আবাসিক এরিয়ার নারী ঘটিত বিষয় নিয়ে ১২লাখ টাকায় দফারফার বিষয়টি নজরে আসে। বিষয়টি নিয়ে রায়পুর থানা পুলিশ এর অফিসার ইনচার্জ শিপন বড়ুয়ার মুখোমুখি হলে তিনি জানান, গাজী কমপ্লেক্সে অনাকাঙ্গিত একটা ঘটনা ঘটতে পারে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেয়ে সত্যতা নিশ্চিতে ফোর্স পাঠালে তারা এমন কিছুই পাননি ।সেখানে আর্থিক কোন লেনদেনের বিষয়টিও জানা নেই। এই বিষয়ে কোন ভিডিও বা তথ্য থাকলে এবং এই বিষয়ে ভুক্তভোগী কোন ব্যক্তি অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
ফ্লাট পরিচালনা পর্ষদ এর মুকুল মিয়াজী জানান, ফ্লাটের এবং আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিতে আমরা সঠিক ভাবে তদারকি করি সবসময় ।এখানে অনেকেই অনেকের আত্মীয় পরিচয় দিয়ে থাকেন। নারী ঘটিত কোন বিষয়ে আমাদের কাছে কেউ কিছুই জানাননি। কেউ ভুক্তভোগী থাকলে আমাদের কাছে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
ট্যাগ :