লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে মাথায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় রাকিব ইমাম নামে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গুলিবিদ্ধ হয়ে ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করেন ।
নিহত যুবলীগ নেতা নোমান এর বড় ভাই বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান হাসপাতালে বিলোপ করতে করতে বলেন,ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী বশিকপুরের সন্ত্রাসের গডফাদার চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জেহাদিকে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তারের দাবী জানান।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার নাগের হাট এলাকায় এই ঘটনা ঘটে।