বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের নির্যাতনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ এর ৫ম মৃত্যুবার্ষিকীতে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চা গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও দোয়ার আয়োজন করেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল।
আহবায়ক হাসিবুর রহমান অভি ও সদস্য সচিব মাইনুল হাসান শাওনের নেতৃত্বে ৭ই অক্টোবর সকাল ১০.৩০ মিনিটে মিছিলটি দীঘির পাড় থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত সোসাল মিডিয়া ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেয়ায় ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নাম্বার কক্ষ থেকে ডেকে নিয়ে আবরার ফাহাদকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত তিনটার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করে বুয়েট কতৃপক্ষ। আবরার বুয়েটের ১৭ ব্যাচের ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন।
মিছিল শেষে আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।