কমলনগর প্রতিনিধি :
কমিটি গঠনের আট মাসের মাথায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক আজাদ বাঘার বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা ছাত্রলীগ। কমিটির সদস্য ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির মাহমুদ নোবেল ও জাহিদুল ইসলাম শুভ এবং সাংগঠনিক সম্পাদক মুন্না তালুকদার।
তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
জেলা ছাত্রলীগের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হল। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান কমলনগর উপজেলা ছাত্রলীগের আট সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী অংশিক কমিটি ঘোষণা দেন।
কমিটি গঠন পর থেকেই শুরু হয় বিতর্ক। দুই দিন পর ওই কমিটি থেকে সহসভাপতি হারুনুর রশিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ বিন হাবিব পদত্যাগ করেন। তাদের অভিযোগ ছিল- কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। তাই তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।