এ আই তারেক,কমলনগর,লক্ষ্মীপুর।
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে লক্ষ্মীপুর কমলনগরে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
প্রথমে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল, কমলনগর থানা,উপজেলা ক্রিড়া সংস্থা, মৎস্য অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রানি সম্পদ অফিস,কমলনগর প্রেসক্লাব, আওয়ামী লীগসহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়িয়ে দ্বিতীয় অধিবেশন শুরু করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস’র সভাপতিত্বে কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদেে চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান,সহকারী কমিশনার( ভূমি) ফেরদৌস আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউ পি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউ পি চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন রাজু , সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফিক উদ্দিন,আবু তাহের কমান্ডার, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর,কৃষি কর্মকতা আবু ছায়েদ তারেক,মহিলা বিষয়ক কর্মকতা মোঃ মোরশেদ আলম, মৎস্য কর্মকতা আবদুল কুদ্দুছ ,কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক সহ বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া দিনব্যাপি নানা আয়োজনে থাকছে মিলাল,খাবার বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।