প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:২৫ পি.এম
কমলনগরে ডিসি’র আগমনে শিক্ষা অফিসের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
লক্ষ্মীপুরের কমলনগরে জেলা প্রশাসক (ডিসি)র আগমন উপলক্ষ্যে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহিরুল ইসলামের বিরুদ্ধে।
জানা যায়, ২৮ নভেম্বর বৃহস্পতিবার কমলনগরে ডিসি'র আগমনে উপজেলা ৬৯ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয় শত টাকা করে এবং প্রত্যেক সেট বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র বাবদ বাইশ টাকা করে আদায় করার অভিযোগ উঠে এই কর্মকর্তার বিরুদ্ধে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর চর ফলকন ইউনিয়ন ভূমি অফিস, কমলনগর থানা পরিদর্শন ও প্রাথমিক স্কুল শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক জানান, বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফি'র সাথে প্রতিটি বিদ্যালয় থেকে ছয় শত টাকা নিয়েছেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুল হাসান জানান, ডিসি সাহেব প্রাথমিক স্কুল পরিদর্শন ও শিক্ষকদের মতবিনিময় সভা করবেন। তাই উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহিরুল ইসলাম সকল বিদ্যালয় প্রধান থেকে টাকা নিতে বলেছে মতবিনিময় সভায় বিভিন্ন খরচের জন্য।
বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রের টাকার সাথে তা নিয়েছেন সহাকারি শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।
এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রশ্নপত্রের ২০টাকা সেট প্রতি নিয়েছেন স্বীকার করলেও ৬০০টাকার বিষয়ে এড়িয়ে যান। পরবর্তী বলেন শিক্ষকেরা নিয়েছেন শুনেছি।
উপজেলা শিক্ষা অফিসার কান্তিক সাহা জানান, প্রশ্ন পত্রের জন্য সরকারি কিছু ফি ধরা আছে। কিন্তু বিদ্যালয় পরিদর্শনের জন্য নেওয়া ছয় শত টাকা বিষয় তিনি কিছুই জানেন না।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829