প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ৯:১১ পি.এম
কমলনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদানের আশ্বাস দেন এমপি মামুন।
লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর ও আর্থিক অনুদানের আশ্বাস দেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার চর মার্টিন ইউনিয়নের বলিরপুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘর গুলো পরিদর্ষন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক মোহাম্মদ উল্যা, সেচ্ছাসেবক লীগরে সদস্য সচিব মাহফুজুর রহমান রাজন, ইউপি সদস্য আব্দুলাহ আল রায়হান, ঈমান আলী মেম্বার, সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা মহি উদ্দনি সোহেল, সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আমান উল্যাহ আমান প্রমুখ। প্রসঙ্গত, গত ১৬ র্মাচ শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে বাজারে দশটি দোকানঘর মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829